দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: কেউ কথা রাখে না । কেরলের মুখ মন্ত্রী পিনারাই বিজয়নও বোধহয় সেই দলে নাম লেখালেন । বছরখানেক আগে তিনি বলেছিলেন, তার রাজ্যে কোনও ডিটেনশন সেন্টার নির্মাণ হবে না। নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে কেরল বিধানসভায় প্রস্তাবও পাশ করে তার সরকার। কিন্তু শেষ পর্যন্ত কেন্দ্রের নির্দেশ অনুযায়ী, রাজ্যে ডিটেনশন ক্যাম্প তৈরির কাজ পুনরায় চালু করেছে। সিএএ নিয়ে দেশে ফের আলোচনা শুরু হয়েছে। এই প্রেক্ষিতে সামাজিক ন্যায় দফতরের ডিরেক্টর এ নিয়ে পুনরায় নোটিশ পাঠিয়েছে। কেরলের তিরুবনন্তপুরম ও খ্রিসুরে এই ক্যাম্প নির্মাণ হবে বলে জানা গেছে । দেড়বছর আগে প্রবল প্রতিবাদের মুখে নির্মাণ কাজ থমকে গিয়েছিল।
এর আগে অমিতশাহরা জানিয়েছিলেন, দেশে কোনও ডিটেনশন নাম্প নেই । ২০১৯ সালে কেন্দ্র রাজ্যগুলিকে ডিটেনশন ক্যাম্প তৈরির জন্য নির্দেশ দিয়েছিল। এই ডিটেনশন ক্যাম্পগুলি স্বেচ্ছাসেবী সংগঠনের সহযোগিতায় তৈরি হবে । যাদেরভিসার মেয়াদ শেষ হয়ে গেছে এবং যারা অবৈধভাবে এ দেশে প্রবেশ করেছে , তাদেরকে এইসব সেন্টারে রাখা হবে বলে কেন্দ্রের তরফ থেকে জানানো হয়েছে ।