Monday, February 24, 2025
Latest Newsদেশফিচার নিউজ

উত্তরপ্রদেশে তিন বছরে ৬ হাজারের বেশি এনকাউন্টার! মৃত্যু হয়েছে ১২২ জনের

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : কিছুদিন আগেই উত্তরপ্রদেশের গ্যাংস্টার বিকাশ দুবেকে পুলিশ এনকাউন্টার করে মারে। তা নিয়ে বিরোধী দল যোগী সরকারের বিরুদ্ধে প্রশ্ন তোলে যে, আদতে এটা এনকাউন্টার না মুখ বন্ধ করার জন্য এই ব্যবস্থা। এই উত্তরপ্রদেশে গত তিনবছরে ৬ হাজারের বেশি এনকাউন্টার করেছে পুলিশ। এতে ১২২ জন কুখ্যাত অপরাধী মারা গিয়েছে। জখম হয়েছে ২ হাজারের বেশি অপরাধী। গ্ৰেফতার করা হয়েছে ১৩ হাজার সমাজবিরোধীকে। মারা গিয়েছে ১৩ পুলিশ কর্মী। আহত হয়েছেন আরও ৯০৯ জন।

বুধবার রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে কথা বলতে গিয়ে এই তথ্য তুলে ধরেন এডিজি প্রশান্ত কুমার। ২০ মার্চ ২০১৭ থেকে ১০ জুলাই ২০২০ সালের তথ্য উল্লেখ করেছেন তিনি। কানপুরের গ্যাংস্টার বিকাশ দুবে ও তার দলের হাতে আট পুলিশকর্মীর মৃত্যুর হয়েছিল, তারপর ২১ জন অভিযুক্তের তালিকা তৈরি হয়েছিল। এর মধ্যে মূল অভিযুক্ত বিকাশ সহ ছ’জন এনকাউন্টারে মারা গিয়েছে। পুলিশের হাতে ধরা পড়েছে আরও চারজন। বাকি ১১ জনের খোঁজ চলছে। রাজ্যের পরিস্থিতি আইন শৃঙ্খলা ভালো বলে দাবি করেছে পুলিশকর্তা কিন্তু তাতে সায় নেই কংগ্ৰেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীর।

এদিন ফেসবুক পোস্টে কানপুরের একটি অপহরণের ঘটনা উল্লেখ করে যোগী সরকারকে নিশানা করেন প্রিয়াঙ্কা। তিনি বলেন, কানপুরে দুষ্কৃতীরা এক ব্যক্তিকে অপহরণ করেছিল, এবং ৩০ লক্ষ টাকা মুক্তিপণ চায়। পুরো ঘটনা জানলেও প্রশাসন ঠুঁটো হয়ে বসেছিল। পুলিশের বদলে ওই ব্যক্তির পরিবার বাড়ি, ঘর, বিয়ের গয়না সর্বস্ব বেঁচে ৩০ লক্ষ টাকা জোগাড় করে তাকে দুষ্কৃতীদের হাত থেকে ছাড়িয়ে আনেন। পাশাপাশি, কোনও দুষ্কৃতীদের গ্ৰেফতার করতে পারেনি। তাহলেই বুঝুন, রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক কোথায় দাঁড়িয়েছে। করোনা মোকাবিলা করা নিয়েও যোগী সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন কংগ্রেস নেত্রী।

 

আরও খবরাখবর পেতে যোগ দিন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রূপে

Leave a Reply

error: Content is protected !!