Wednesday, March 12, 2025
Latest Newsদেশফিচার নিউজ

বিজেপি শাসিত অসমে শিবমন্দির বানাতে মুসলিম উচ্ছেদ, স্থানীয়দের বিক্ষোভ পুলিশের গুলি

দরং, ২৩ সেপ্টেম্বর: অসমের দরং জেলায় একটি শিবমন্দির নির্মাণের লক্ষ্যে হাজার হাজার বাঙালি মুসলিমকে তাদের ভিটেমাটি থেকে উচ্ছেদ করেছে বিজেপি সরকার। যার জেরে বৃহস্পতিবার বিক্ষোভ দেখাচ্ছিলেন আশ্রয়চ্যুতরা। সেই বিক্ষোভে পুলিশ গুলি চালিয়েছে। পুলিশের গুলিতে অন্তত দুজনের মৃত্যু ও আরও বেশ কয়েকজনের আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে।

ইতিমধ্যেই ঘটনার একটি ভিডিও প্রকাশ্যে এসেছে, যেখানে দেখা যাচ্ছে, এক ব্যক্তি লাঠি নিয়ে পুলিশে দিকে দৌড়ে যাচ্ছে। এরপর ওই ব্যক্তির বুকে গুলি করে পুলিশ। তাতে মৃত্যু হয় ওই ব্যক্তির। তারপরেই মৃত ওই ব্যক্তির দেহের ওপর ঝাঁপিয়ে পড়ে লাথি ঘুসি মারতে দেখা গেল অপর এক ব্যক্তিকে। দরং জেলার ধলপুর গ্রামে একটি প্রাচীন শিবমন্দিরকে অনেক বড় আকারে গড়ে তোলার লক্ষ্যে গত কয়েক মাস ধরেই অসমের বিজেপি সরকার সেখানে দফায় দফায় উচ্ছেদ অভিযান চালাচ্ছে, যদিও সেই ভিটেমাটি-হারানোরা দাবি করছেন তাদের সব ধরনের সরকারি নথি ও পরিচয়পত্রই আছে।

বৃহস্পতিবারের ঘটনার পর পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন ওঠা শুরু হয়েছে। কেননা, যে ব্যক্তিকে গুলি করা হয়েছে তাঁর হাতে শুধুমাত্র লাঠি ছিল। কিন্তু সেখানে প্রচুর পুলিশ কর্মী ছিলেন। ফলে সহজেই ওই ব্যক্তিকে ধরে ফেলা যেত। কিন্তু পুলিশ তা না করে গুলি চালিয়েছে। আর পুলিশের এই পদক্ষেপ নিয়েই উঠছে প্রশ্ন। এই বিষয়ে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানান, ঘটনায় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। ঘটনার নিন্দা করার পাশাপাশি এটি দুর্ভাগ্যজনক বলেও মন্তব্য করেন তিনি।

অসমের দরং জেলার ধলপুর হিলস ও সিপাহঝাড় এলাকায় প্রায় ৭৭ হাজার বিঘা জমি দখল করে বিশাল একটি শিবমন্দির কমপ্লেক্স বানানোর লক্ষ্যে রাজ্য সরকার সেখানে উচ্ছেদ অভিযান চালাচ্ছে বেশ কয়েক মাস ধরেই। সেই অভিযানের সবশেষ ধাপে গত সোমবার ওই অঞ্চলের বাসিন্দা প্রায় আটশো পরিবারের বেশ কয়েক হাজার মানুষকে তাদের ভিটে থেকে উচ্ছেদ করে সেই জমি খালি করিয়ে দেওয়া হয়। তার প্রতিবাদে বৃহস্পতিবার দরংয়ে উচ্ছেদ-বিরোধী কমিটির জমায়েতে পুলিশ গুলি চালালে অনেকে হতাহত হয়েছেন।

 

Leave a Reply

error: Content is protected !!