Tuesday, January 21, 2025
Latest Newsখেলাফিচার নিউজ

শচিনের রেকর্ড ভাঙলেন বিরাট, ৫৮ ইনিংস কম খেলে করলেন বিশ্বে দ্রুততম ১২ হাজার রান

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : অস্ট্রেলিয়ার ক্যানবেরার মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ব্যাট করতে নেমে ২৪ রান করতেই বিরাট কোহলি টপকে গেলেন এক দিনের ক্রিকেটে ১২ হাজার রানের মাইলফলক। আর এই রেকর্ড ছুঁতে তিনি নিলেন মাত্র ২৪২ ইনিংস।

১২ হাজার রান করতে বিরাটের আগে সব চেয়ে কম ইনিংস নিয়েছিলেন শচিন তেন্ডুলকর। ৩০০ ইনিংস খেলে তিনি পৌঁছে গিয়েছিলেন এই রানে। কিন্তু সেই রেকর্ড বুধবার ভেঙে দিলেন বিরাট। সচিনের চেয়ে ৫৮ ইনিংস কম খেলেই করে ফেললেন ১২ হাজার রান।

 

Leave a Reply

error: Content is protected !!