Friday, March 14, 2025
Latest Newsখেলাফিচার নিউজ

‛নাগরিকত্ব আইনের ব্যাপারে কিছু জানি না, মন্তব্যও করব না’ – সাফ জানালেন বিরাট

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : নাগরিকত্ব আইনের বিষয়ে কিছুই জানেন না। তাই কোনও মন্তব্যও করবেন না। অসমে সাংবাদিক সম্মেলনে নয়া এই আইনের ব্যাপারে প্রশ্ন করা হলে তার উত্তরে এভাবেই জবাব দিলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। দেশজুড়ে নাগরিকত্ব আইন বিরোধী বিক্ষোভে চলছে। এই আইনের পক্ষে ও বিপক্ষে মন্তব্য করতে দেখা গিয়েছে বেশ কিছু সেলিব্রিটিকে। এহেন পরিস্থিতিতে বিরাট ‛কিছু জানেন না’ মন্তব্য করে সোশ্যাল সাইটে হাসির পাত্র হয়েছেন।

রবিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে টি ২০ সিরিজ শুরু হচ্ছে ভারতের। প্রথম ম্যাচ অসমে। নাগরিকত্ব আইন বিরোধী বিক্ষোভে আগুন জ্বলেছে অসমে। পুলিশের সঙ্গে সংঘর্ষ জড়িয়েছেন স্থানীয় বাসিন্দা ও পড়ুয়ারা। এই পরিস্থিতিতে গুয়াহাটিতে আইএসএলের ম্যাচ বাতিল করতে হয়েছে। ভারত-শ্রীলঙ্কার খেলা হবে কিনা তা নিয়েও আশঙ্কার কালো মেঘ দেখা গিয়েছিল। কিন্তু নিরাপত্তার কড়া চাদরে রয়েছেন কোহলিরা। নিরাপত্তা ব্যবস্থা দেখে খুশি বিরাটও।

এদিন সাংবাদিক বৈঠকে বিরাট বলেন, ‛এই বিষয়ে কিছু না জেনে কোনও রকমের মন্তব্য করতে আমি রাজি নই। আমার এই বিষয়ে সব তথ্য জানতে হবে। তারপরেই আমি কিছু বলতে পারব। কারণ আমার মন্তব্যের একটা দায়বদ্ধতা রয়েছে। সেটা আমাকেই নিতে হবে। আমি কিছু একটা মন্তব্য করতেই পারি। তার বিপক্ষে আবার কেউ মন্তব্য করবেন। তারপর সেটা সম্পূর্ণ অন্যরকমভাবে বাইরে বেরাবে। তাই আমি সবটা জানার পরেই কোনও মন্তব্য করব।’

 

আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

আমাদের সব খবর পড়ুন এইবার মোবাইল অ্যাপে। ডাউনলোড করুন বাংলার সেরা নিউজ অ্যাপ

সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন

Leave a Reply

error: Content is protected !!