দৈনিক সমাচার, স্পোর্টস ডেস্ক : টেস্ট ক্রিকেটে নিজের ২৭তম সেঞ্চুরি করলেন ভারত অধিনায়ক। যে ইডেনে গোটা বাংলাদেশ দল মাত্র ১০৬ রানে গুটিয়ে গেল সেখানে অবলীলায় বিপক্ষের বোলারদের খেললেন তিনি। কোহলির এহেন সেঞ্চুরিতে হতাশায় নিমজ্জিত বাংলাদেশ। শেষ খবর পাওয়া পর্যন্ত ৬ উইকেটে ৩১০ রান করেছে ভারত। এরই মধ্যে ২০৪ রানের লিড নিয়েছে তারা। ঋদ্ধিমান সাহা ১৩ ও অশ্বিন ০ রানে ব্যাট করছেন।
আমাদের সব খবর পড়ুন এইবার মোবাইল অ্যাপে। ডাউনলোড করুন বাংলার সেরা নিউজ অ্যাপ
প্রথম দিন সন্ধেবেলা রোহিত শর্মা আউট হওয়ার পরে যখন বিরাট ব্যাট করতে নেমেছিলেন তখন বল নতুন। আর প্রথম থেকেই গোলাপি বল সুইং করছিল। তাই প্রথম থেকে ঝুঁকি নিয়ে খেলেননি বিরাট। পজিটিভ মানসিকতা নিয়ে নেমেছিলেন। দেখেশুনে ব্যাট করে প্রথম দিনের খেলা শেষ হওয়ার সময় ৫৯ রানে ব্যাট করছিলেন বিরাট। প্রথম দিনের ৩ উইকেটে ১৭৪ রান নিয়ে আজ দ্বিতীয় দিনের খেলা শুরু করে ভারত।
কোহলি ৫৯ ও অজিঙ্কা রাহানে ২৩ রান নিয়ে নতুন দিনে ব্যাটিং শুরু করেন। ক্রিজে জমে যান কোহলি-রাহানে। তাতে দুরন্ত গতিতে ছুটে টিম ইন্ডিয়া। তবে হঠাৎ থেমে যান রাহানে। তাইজুল ইসলামের শিকার হয়ে ফেরেন তিনি। ফেরার আগে তুলে নেন ক্যারিয়ারের ২২তম ফিফটি (৫১)। ফলে কোহলির সঙ্গে ভাঙে তার ৯৯ রানের ভয়ংকর জুটি। খারাপ শট খেলে রাহাণে আউট হলেও নিজের সাবলীল ব্যাটিং করে যাচ্ছিলেন বিরাট। ফাইন লেগ অঞ্চলে দু’রান নিয়ে নিজের ২৭তম সেঞ্চুরি করলেন বিরাট। গোলাপি বলের টেস্টে প্রথম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে সেঞ্চুরি করলেন বিরাট।
সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন