দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : চীন সহ সারা বিশ্বে মারাত্মক আকার ধারন করেছে করোনা ভাইরাস। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) ইতিমধ্যে এটাকে মহামারী বলে ঘোষনা করেছে। শুধু চীন নয়, ভয়ানক এই ভাইরাসে আক্রান্ত হয়েছে ভারত, জাপান, ভিয়েতনাম, হংকং সহ বিশ্বের প্রায় ২০টি দেশ। এত কিছু যখন ঘটে যাচ্ছে, তখন কেমন আছেন চীনের উইঘুর মুসলিমরা?
সম্প্রতি সিএনএন একটা প্রতিবেদন প্রকাশ করেছে। সেই প্রতিবেদনে দাবি করা হয়েছে, উইঘুর মুসলিমরা হালাল খাবার খাওয়ার কারণে এখনও অন্যান্যদের তুলনায় নিরাপদে আছে। তবে করোনা ভাইরাস যেহেতু সংক্রামক, তাই তাদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।
করোনা ভাইরাসের উৎপত্তি বাদুরের মাধ্যমে হওয়ায় চীনাদের খাদ্যাভাস নিয়ে প্রশ্ন উঠেছে। তাদের প্রিয় খাদ্যের তালিকায় রয়েছে আরশোলার ফ্রাই, টিকটিকি, ইঁদুর, সাপ, নানা রকম কীটপতঙ্গ ও বাদুরের জুস। মুসলিমদের খাদ্য তালিকায় হালাল ও হারাম বিভক্ত থাকায় তারা এসব খাবার ভক্ষন করেনা বিধায় চীনের কঠিন পরিস্থিতির মধ্যে বেশ নিরাপদেই রয়েছেন চীনা মুসলিমরা।
সব খবর এইবার আপনার হোয়াটসঅ্যাপে! আমাদের গ্রুপে যুক্ত হোন বিনামূল্যে
আমাদের সব খবর পড়ুন এইবার মোবাইল অ্যাপে। ডাউনলোড করুন বাংলার সেরা নিউজ অ্যাপ