দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : নাগরিকত্ব আইনের প্রতিবাদে অগ্নিগর্ভ দিল্লি। অশান্তি রুখতে বিস্তীর্ণ এলাকা জুড়ে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিয়েছে ভোডাফোন এবং এয়ারটেল। এমনকি ভয়েস কল এবং এসএমএস পরিষেবাও বন্ধ করা হয়েছে। জানা গিয়েছে, ওয়ালড সিটি, মান্ডি হাউস, সীলামপুর, জাফরবাদ, মুস্তাফাবাদ, জামিয়া নগর, শাহীনবাগ এবং বাওয়ানা এলাকায় বন্ধ রয়েছে পরিষেবা।
আমাদের সব খবর পড়ুন এইবার মোবাইল অ্যাপে। ডাউনলোড করুন বাংলার সেরা নিউজ অ্যাপ
সূত্রের খবর, দিল্লির সবচেয়ে ব্যস্ত বাণিজ্যিক এলাকা আইটিও-তেও বন্ধ রয়েছে ইন্টারনেট পরিষেবা। এই এলাকাতেই রয়েছে বিভিন্ন মিডিয়া অফিস। এছাড়াও উত্তর-পূর্ব দিল্লির ব্রিজপুরীতেও বন্ধ রয়েছে ইন্টারনেট পরিষেবা। ভোডাফোনের তরফে টুইট করে গ্রাহকদের উদ্দেশে জানানো হয়েছে যে, প্রশাসনের নির্দেশ মতো নির্দিষ্ট কয়েকটি এলাকায় পরিষেবা বন্ধ রেখেছে তাদের সংস্থা।
সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন