Tuesday, December 3, 2024
Latest Newsদেশফিচার নিউজ

এমন দলকে ভোট দিন যারা সংবিধান মেনে চলবে, আহ্বান মনমোহন সিংয়ের

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: এমন দলকে ভোট দিন যারা সংবিধান মেনে চলবে, অসমের ভোটারদের এক ভিডিও বার্তায় এমনটাই আহ্বান করলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। মোদী সরকার ক্ষমতায় আসার পর থেকেই দেশজুড়ে অরাজকতা। বাড়বাড়ন্ত উগ্র হিন্দুত্ববাদের। আইন কানুন, সংবিধানকে কোনও পরোয়া না করেই যেখানে সেখানে দলিত- আদিবাসীদের মেরে দিচ্ছে উগ্র হিন্দুত্ববাদীরা। দেদার চলছে ধর্ষণের মতো নোংরা খেলা। তাঁর পরেও তাদের শাস্তি না হয়ে ছাড়া পেয়ে যাচ্ছে। এগুলো হচ্ছে বেশিরভাগটাই বিজেপি শাসিত রাজ্যে। তারমধ্যে সবচেয়ে এগিয়ে যোগীরাজ্য উত্তরপ্রদেশ। এসব দেখে উদ্বিগ্ন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। তিনি ভোটারদের কাছে আবেদন জানিয়েছেন, ‘ভেবেচিন্তে ভোট দিন। যে দল সংবিধানকে মেনে চলবে, গণতান্ত্রিক মূল্যবোধ মেনে চলবে, তাকেই ভোট দিন।’

ভিডিও বার্তায় মনমোহন সিং বলেন, “দীর্ঘদিন ধরে অসম ছিল আমার সেকেন্ড হোম।” রাজ্যের দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী হিতেশ্বর শইকিয়া ও তরুণ গগৈ-এর সঙ্গে তাঁর বন্ধুত্বের কথাও স্মরণ করিয়ে দেন মনমোহন। তাঁর কথায়, “অসমের মানুষ আমাকে অর্থমন্ত্রী ও প্রধানমন্ত্রী হিসাবে দেশসেবা করার সুযোগ দিয়েছেন। আমি আজ আপনাদের একজন হিসাবেই কথা বলছি। আরও একবার আপনাদের ভোট দেওয়ার সময় এসেছে… বিবেচনা করে ভোট দেবেন।”

তরুণ গগৈ-এর প্রশংসা করে প্রাক্তন প্রধানমন্ত্রী বলেন, অসমের মানুষ দীর্ঘদিন জঙ্গি তৎপরতার শিকার হয়েছেন। তরুণ গগৈ-এর আমলেই অসম শান্তি ও উন্নয়নের পথে যাত্রা শুরু করে। এরপরেই মনমোহন বলেন, “এখন খুব গুরুতর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ধর্ম, ভাষা ও সংস্কৃতির ভিত্তিতে সমাজকে ভাগ করা হচ্ছে। চারদিকে উত্তেজনা ও আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। নোটবন্দি ও জিএসটি-র জন্য অর্থনীতি দুর্বল হয়ে পড়েছে।”

 

Leave a Reply

error: Content is protected !!