দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : রাজস্থানে বিধায়ক কেনাবেচার যে আশঙ্কা করা হয়েছিল, তা ঘটেনি। রাজ্যসভায় রাজস্থানের দুটি আসনেই জয় কংগ্রেসের৷ বিজেপি প্রত্যাশামতো একটি আসনে জয়ী হয়েছে। এর ফলে প্রমাণিত হল বিজেপি রাজস্থানে কংগ্রেসীদের মধ্যে এখনও ভাঙন ধরাতে পারেন।
কংগ্রেসের জয়ী প্রার্থীরা হলেন কেসি বেণুগোপাল এবং নীরজ ডঙ্গি। উভয়েই কংগ্রেসের সাংসদ হলেন রাজ্যসভায়। আর বিজেপি জিতেছে বাকি একটি আসনে। এই আসনে জয়ী হয়েছে রাজেন্দ্র গেহলট। তিনি বিজেপির রাজ্যসভার সাংসদ হলেন।