Monday, February 24, 2025
Latest Newsদেশফিচার নিউজ

মিমকে ভোট দেওয়া মানে ভারতের বিরোধিতা করা, মন্তব্য বিজেপি নেতা তেজস্বী সূর্যর

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (AUMIM) কে ভোট দেওয়া মানে ভারতের বিরোধিতা করা, এমনটাই মন্তব্য করলেন বিজেপি যুব মোর্চার সর্বভারতীয় সভাপতি ও বেঙ্গালুরু দক্ষিণের সাংসদ তেজস্বী সূর্য। সোমবার আসাদউদ্দিন ওয়েসীকে মহম্মদ আলি জিন্নার সঙ্গে তুলনা করেন। তিনি বলেন, ’আসাদউদ্দিন ওয়েসী ইসলামিক মৌলবাদীদের ভাষায়, বিচ্ছিন্নতাবাদ ও উগ্রবাদের কথা বলেন। একসময়ে যে ভাষাতে কথা বলতেন মহম্মদ আলি জিন্না।’

পাশাপাশি তিনি মিমকে ভোট দিলে ভারতের বিরোধিতা করা হবে বলেও উল্লেখ করেন। বিজেপি নেতা বলেন, তিনি বলেন, ‘আকবরউদ্দিন ও আসাদউদ্দিন ওয়েসী যখন উন্নয়নের কথা বলেন তখন খুব হাসি পায়।

উল্লেখ্য, বিহারের এনডিএ সরকার পুনরায় ক্ষমতায় ফেরার পর বিরোধী সবাই আসাদউদ্দিন ওয়েসীকেই ‘ভোট কাটোয়া’ বলে দায়ী করেছিল। তাঁকে বিজেপি এজেন্ট বলেও দাবি করেন অনেক নেতা।

 

Leave a Reply

error: Content is protected !!