Sunday, February 23, 2025
Latest Newsফিচার নিউজরাজ্য

ভোট চলছে ৩০ আসনে, ২০১৬ সালে তার মধ্যে মাত্র ১টি আসনে জয় পেয়েছিল বিজেপি

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : আজ রাজ্যের ৩০টি আসনে নির্বাচন চলছে। ২০১৬ সালে এই ৩০টি আসনের মধ্যে মাত্র ১টি আসনে জয় পেয়েছিল বিজেপি। গেরুয়া ব্রিগেডের পক্ষে দিলীপ ঘোষ খড়্গপুর সদর কেন্দ্রে জয়লাভ করেন। অন্যদিকে সেই তৃণমূলের হাতে ছিল ২১টি আসন।

তৃণমূল জয় পেয়েছিল – দক্ষিণ ২৪ পরগনার গোসাবা, পাথরপ্রতিমা, কাকদ্বীপ, সাগর, পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া পশ্চিম, ময়না, নন্দকুমার, মহিষাদল, নন্দীগ্রাম, চণ্ডীপুর, পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়, পিংলা, ডেবরা, দাসপুর, ঘাটাল, চন্দ্রকোনা, কেশপুর, বাঁকুড়ার তালড্যাংরা, ওন্দা, কোতুলপুর, ইন্দাস।

এছাড়া পূর্ব মেদিনীপুরের তমলুক,পাঁশকুড়া পূর্ব, হলদিয়া, বাঁকুড়ার বরজোড়া এবং সোনামুখী আসন ৫টি ওঠে সিপিএম-এর হাতে। কংগ্রেস জয় পায় পশ্চিম মেদিনীপুরের সবং, বাঁকুড়ার বিষ্ণুপুর এবং বাঁকুড়া—এই ৩টি আসনে।

Leave a Reply

error: Content is protected !!