দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: আজ ৬ জেলায় ৪৫ আসনে ভোট, সকাল থেকেই কড়া নিরাপত্তায় চলছে ভোটগ্রহণ। উত্তর ২৪ পরগনা (১৬), পূর্ব বর্ধমান (৮), নদিয়া (৮), জলপাইগুড়ি (৭), দার্জিলিং (৫) ও কালিম্পং (১) মোট ৬ জেলার ৪৫টি আসনে ভোট গ্রহন। ভোটগ্রহণ নির্বিঘ্নে করতে যাবতীয় বন্দোবস্ত করা হয়েছে।
সময়ের খবর সময়ে পাওয়া খুবই জরুরী। দেশ ও দুনিয়ার বিভিন্ন প্রান্তে কী ঘটছে, কেন ঘটছে, সব খবরের মুহূর্তে আপডেট দিতে তাই আমরা নিয়ে এসেছি দৈনিক সমাচার
© Copyright 2023 Doinik Samachar