দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : তিন দফায় ভোটগ্রহণ সম্পন্ন হল বিহারে। ফলাফল আসবে ১০ নভেম্বর। এরইমধ্যে এক্সিট পোলের ফলাফল এসে গিয়েছে। ওপিনিয়ন পোলে এনডিএ সহজেই জিতছে দাবি করা হলেও এক্সিট পোলে পিছিয়ে এনডিএ।
এক নজরে দেখে নিন এক্সিট পোলে কী চিত্র উঠে এসেছে –
সি ভোটার এক্সিট পোল-
এনডিএ – ১১৬আসন – ৩৭.৭০(% ভোট)
ইউপিএ – ১২০ আসন – ৩৬.৩০(% ভোট)
এলজিপি – ১ আসন – ৮.১৭(% ভোট)
অন্য – ৬ আসন – ১৭.৭৩(% ভোট)