দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : করোনা মোকাবিলায় দেশজুড়ে সেই মার্চ থেকে চলছে লকডাউন। কাজ হারিয়ে দু’বেলা দু’মুঠো খাবার জোগাড় করতে হিমশিম খেতে হচ্ছে দিন আনা দিন খাওয়া মানুষগুলিকে। দেশের দুর্দিনে যেন কেউ অভুক্ত না থাকে। এই শপথ নিয়েই লকডাউনের আবহে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। যাদের অনেকেই প্রচারের আলোয় এসেছে। আবার অনেকে নিঃশব্দে সমাজসেবা করে চলেছে। তেমনই একটি সংগঠন ‘উমিদ’।
২০ বছরের ওয়ালি রহমানি পাঁচ হাজার মানুষের অন্ন সংস্থানের দায়িত্ব নিয়েছেন। ওই তরুণ ও তাঁর দল ৪০ দিনে কলকাতার বিভিন্ন বাড়িতে পৌঁছে দিয়েছেন রেশন। চাল-ডাল-চিনি-আটার মতো নিত্যপ্রয়োজনীয় দ্রব্য, সব মিলিয়ে পাঁচ হাজার কেজি রেশন ইতিমধ্যেই বিলি করেছেন তাঁরা। যে কোনও দরকারে সর্বদা এলাকাবাসীর পাশে রয়েছে তাঁর সংগঠন উমিদ। এই মহৎ কাজ সমাজের সামনে তুলে ধরতে অবশ্য কখনও প্রচারের আলো খোঁজেননি।
Support Free & Independent Journalism
Bravo