Thursday, March 13, 2025
Latest Newsফিচার নিউজরাজ্য

‘‌ওড়িশা থেকে জানতে চাইছে সুভদ্রা কবে আসবে’, মমতাকে নিশানা করে ফের বেলাগাম দিলীপ ঘোষ

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: ওড়িশা থেকে জানতে চাইছে সুভদ্রা কবে আসবে। তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করতে গিয়ে ফের বেলাগাম বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। মে মাসের পর দিদির ভাইয়েরা জেলে থাকবে বলে হুঙ্কার দিয়েছেন দিলীপ। বিজেপির বিরুদ্ধে মামলা করে রোখা যাবে না। ক্ষমতা থাকলে তাঁকে গ্রেফতার করে দেখাক মমতা হুঙ্কার দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

সরাসরি মমতাকে হুঁশিয়ার করে দিলীপ ঘোষ বলেছেন ক্ষমতা থাকলে তাঁকে গ্রেফতার করে দেখান মুখ্যমন্ত্রী। মে মাসের পর তৃণমূলের নেতা মন্ত্রীরা জেলে থাকবেন। মমতাকে কটাক্ষ করে দিলীপ ঘোষ বলেছেন, ওড়িশা থেকে জানতে চাইছে সুভদ্রা কবে আসবে।

তৃণমূল বিধায়ক খুনে চার্জশিটে মুকুল রায়ের নাম উল্লেখ করায় ফুঁসে উঠেছেন দিলীপ। তিনি বলেছেন মামলা করে বিজেপিকে রোখা যাবে না। প্রসঙ্গত উল্লেখ্য ২০১৯ সালে নদিয়ার কৃষ্ণগঞ্জের বিধায়ক সত্যজিৎ বিশ্বাস খুনে মূল ষড়যন্ত্রী হিসেবে দিলীপ ঘোষের নাম উল্লেখ করেছেন সিআইজি। শনিবার রানাঘাট আদালতে চার্জশিট পেশ করে সিআইডি।

তৃণমূল যুব কংগ্রেস সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফের ভাইপো বলে আক্রমণ শানিয়েছেন দিলীপ ঘোষ। কটাক্ষ করে দিলীপ বলেছেন ভাইপো কি কোলে চড়ে নেতা হয়েছেন? এতো কনভয় কেন তাঁর পিছনে থাকে। প্রশ্ন তুলেছেন দিলীপ ঘোষ। এর আগে অভিষেক সরাসরি বিজেপিকে আক্রমণ শানিয়ে বলেছিলেন ভাইপো না বলে ক্ষমতা থাকলে নাম ধরে আক্রমণ করুক বিজেপি।

 

 

 

Leave a Reply

error: Content is protected !!