Friday, March 14, 2025
Latest Newsফিচার নিউজরাজ্য

ফের মুখ পুড়ল, কোনও মতেই বিজেপির হয়ে লড়বো না, নাম ঘোষণা হতেই বললেন চৌরঙ্গির প্রার্থী শিখা মিত্র

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: বৃহস্পতিবার ১৪৮টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিজেপি। আর এদিনও প্রার্থী তালিকা ঘোষণার পরই বিভিন্ন জায়গায় বিক্ষোভ ফেটে পড়েন গেরুয়া শিবিরের কর্মীরা। প্রার্থী তালিকা ঘোষণা হতেই দফায় দফায় বিক্ষোভ, পার্টি অফিসে ভাঙচুর, পুড়ল দলীয় পতাকাও। এদিকে ফের মুখ পুড়ল বিজেপির, কোনও মতেই বিজেপির হয়ে লড়বো না, নাম ঘোষণা হতেই এমনটাই বললেন চৌরঙ্গির প্রার্থী তথা প্রয়াত কংগ্রেস নেতা সোমেন মিত্রের স্ত্রী শিখা মিত্র। এমনকি শিখা মিত্রের পুত্র রোহন মিত্র জানিয়ে দিলেন, তাঁর মা ভোটে দাঁড়াচ্ছেন না। এমনকী বিজেপিতে এখনও যোগও দেননি তিনি।

বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী ১৪৮টি আসনে বিজেপির প্রার্থী তালিকা ঘোষণা করেন। তাতেই চৌরঙ্গি আসন থেকে প্রার্থী ছিলেন প্রাক্তন বিধায়ক শিখা মিত্র চৌধুরীর নাম। কিন্তু সেই নাম ঘোষণা হওয়ার পরই বিবৃতি দেন শিখা-সোমেনের পুত্র রোহন। তিনি পরিষ্কার জানিয়ে দেন, “আমার মা কোনও জায়গা থেকেই ভোটে দাঁড়াচ্ছেন না। অন্তত বিজেপি থেকে তো নয়ই। কেউই আমাদের কাছ থেকে অনুমতি নেয়নি।” এরপর শিখা মিত্রও জানিয়ে দেন, “আমি বিজেপির হয়ে দাঁড়াচ্ছি না। ভুল সংবাদ পরিবেশন হচ্ছে। এটা আদৌ বিশ্বাসযোগ্য নয়। নিজেই বলছি, আমি কোথাও ভোটে দাঁড়াচ্ছি না।”

 

Leave a Reply

error: Content is protected !!