দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : মুরলিধর সেন লেনে অবস্থিত বিজেপির রাজ্য অফিসের বাইরে একটা ড্রপ বাক্স রাখা। বিজেপির তরফে আবেদন, ‛নাগরিকরা সেই বাক্সে জীবনপঞ্জী বা বায়োডাটা ফেলে যান।’ সেই বায়োডাটা বাছাই করে আগামী কলকাতা পুরসভা নির্বাচনে যোগ্য প্রার্থী ঘোষণা করবে বিজেপি।
প্রার্থী সঙ্কট না সাংগঠনিক দুর্বলতা? রাজ্য বিজেপির এহেন কর্মকাণ্ড বিশ্লেষণ করে এমন প্রশ্ন তুলছেন বিশেষজ্ঞরা। রাজ্য বিজেপি সূত্রে খবর, দলের আর গেরুয়া শিবিরের এই উদ্যোগ ঘিরে রাজনৈতিক মহলে গুঞ্জন, তবে কি প্রার্থী কম পড়েছে? বিজেপি নেতা রাহুল সিনহা জানিয়েছেন, ড্রপ বাক্সে জমা সেইসব বায়োডাটা বাছাই করে ঘোষিত হবে যোগ্য প্রার্থীর নাম।
পশ্চিমবঙ্গ, কলকাতা, রাজনীতি, ব্যবসা, প্রযুক্তি, বলিউড ও ক্রিকেটের সকল বাংলা খবর পড়তে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube ও জয়েন করুন WhatsApp Group এবং ডাউনলোড করুন আমাদের News Apps