দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : দৈনিক মজুরির ভিত্তিতে গ্রামসম্পদ কর্মী নিয়োগ করা হবে। ১০০ দিনের কাজ, প্রধানমন্ত্রী আবাস যোজনা এবং জাতীয় সামাজিক সহায়তা প্রকল্পে অস্থায়ী পদে হবে নিয়োগ। আবেদন প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। ৪ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া আবেদনের শেষ তারিখ ১৬ সেপ্টেম্বর। পশ্চিম বর্ধমানের রানিগঞ্জ, বারাবনি ও জামুড়িয়া গ্রাম পঞ্চায়েতে এই নিয়োগ করা হবে। দৈনিক মজুরি ৪৮০ টাকা। বেতন দেওয়া হবে না। কাউকে স্থায়ী করা হবে না।
যোগ্যতা –
- ২০২০ সালের ১ জানুয়ারি অনুযায়ী আবেদনকারীর বয়স ১৮’র উর্ধ্বে হতে হবে।
- ন্যূনতম দশম শ্রেণি উত্তীর্ণ হতে হবে।
আবেদনকারী জব কার্ডে কাজ করে থাকলে অগ্রাধিকার পাবেন। - আবেদনকারীকে স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত থাকতে হবে।
- আবেদনকারী কোনওভাবেই গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত সদস্য, কর্মী ও সুপারভাইজার হতে পারবেন না। সেই কাজের সঙ্গে কোনওভাবে যুক্ত থাকলে আবেদনপত্র বাতিল করা হবে।
আবেদন প্রক্রিয়া –
নির্দিষ্ট ফর্ম পূরণ করতে হবে। তারপর তা মুখবন্ধ খামে আগামী ১৬ সেপ্টেম্বরের পর্যন্ত জেলা আধিকারিকের কার্যালয়ে সকাল ১১টা থেকে বিকাল ৪টার মধ্যে (সরকারি ছুটির দিন বাদে) ড্রপ বক্সে জমা দিতে হবে। খামের উপরে প্রার্থী ও গ্রাম পঞ্চায়েতের নাম লিখতে হবে।