দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : লকডাউনে ভিনরাজ্যে আটকে পড়াদের বাড়ি ফেরাতে তৎপর হয়েছে কেন্দ্র। এই মর্মে বাংলার প্রশাসনের সঙ্গে যোগাযোগের জন্য রাজ্য সরকার চালু করল একটি টোল ফ্রি নম্বর। ওই নম্বরে ফোন করে রাজ্য প্রশাসনের সঙ্গে যোগাযোগ করতে পারবেন পরিযায়ী শ্রমিক, পড়ুয়া, ঘুরতে বা ডাক্তার দেখাতে গিয়ে আটকে পড়া মানুষেরা।
পশ্চিমবঙ্গে আটকে থাকা আন্তঃরাজ্য অধিবাসী এবং অন্য রাজ্যে আটকে থাকা পশ্চিমবঙ্গের অধিবাসীরা রেজিস্ট্রেশনের জন্য যোগাযোগ করুন –
কন্ট্রোল রুম: ০৩৩-২২১৪৩৫২৬
টোল ফ্রী নম্বর: ১০৭০
প্রস্থান পাসের আবেদন করুন:
http://202.61.117.163/Interstatepass/aspx/signin.aspx
প্রবেশ পাস আবেদন করুন:
https://wb.gov.in
শুধুমাত্র প্রবেশ পাস এর জন্য নিজেদের ব্যবস্থাপনায়, নির্দিষ্ট স্থান থেকে যারা ফিরতে চাইছেন তাদের জন্য ছোট গ্রূপের (সর্বোচ্চ ৪ জন একটা গাড়িতে) জন্য ‛পাস’ দেওয়া হবে ০৫/০৫/২০২০ তারিখ থেকে। বড় গ্রুপ যারা বিশেষ ট্রেনে করে ফিরবেন, সময় তালিকা পরবর্তীতে প্ৰকাশ করা হবে।
উল্লেখ্য যে, ভিনরাজ্যে আটকে পড়া শ্রমিকদের সাহায্যার্থে রাজ্য সরকারকে শুরু থেকে শ্রমিকদের তথ্য দিয়ে সাহায্য করে আসছে www.wbtrackmigrants.com । নিচের লিঙ্কে গিয়ে বিস্তারিত তথ্য জানা যাবে।
http://wbtrackmigrants.com/return_pass
Support Free & Independent Journalism