দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: দিলীপ ঘোষের মতো নেতা পাওয়া সৌভাগ্য, বিজেপির রাজ্য সভাপির প্রশংসায় পঞ্চমুখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
আজ খড়গপুরের জনসভায় বক্তব্য রাখেন মোদী । সেখানে তিনি বলেন, “সাঁওতাল আন্দোলন স্বাধীনতা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। এই মাটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের, রানি রাসমণির। মানুষের এই উৎসাহ বলছে, বাংলায় এবার বিজেপি সরকার। আমাদের সৌভাগ্য দিলীপ ঘোষের মতো নেতা পেয়েছি। দিদির হুমকিতে ভয় পাননি দিলীপ। ভয়, হামলা সত্ত্বেও মাটি কামড়ে পড়ে আছেন। আপনারা কংগ্রেস, বাম, তৃণমূলকে দেখেছেন।”