Thursday, February 6, 2025
Latest Newsদেশফিচার নিউজ

‘আমরা তালিবানি রাষ্ট্র নই’ – মন্তব্য করে মুসলিম বিরোধী স্লোগান দেওয়া হিন্দু নেতাকে জামিন দিলনা আদালত

নয়াদিল্লি, ২৪ আগস্ট: যন্তরমন্তরে মুসলিম বিরোধী স্লোগানে অভিযুক্ত হিন্দু রক্ষা দল সভাপতি ভূপিন্দর তোমরের আগাম জামিনের আবেদন খারিজ করে দিল আদালত। অতিরিক্ত দায়রা বিচারক অনিল আন্তিল বলেন, আমরা তালিবানি রাষ্ট্র নই। আমাদের বহুত্ববাদী, বহু সংস্কৃতিপুষ্ট সমাজে আইনের শাসনই পবিত্র সরকারি নীতি।

গত ১৩ আগস্ট এক আদালত ৮ আগস্ট যন্তর মন্তরে এক অনুষ্ঠানে মুসলিম বিরোধী, প্ররোচনামূলক স্লোগানের অভিযোগে গ্রেফতার তিনজনের জামিন না-মঞ্জুর করে। বলে, ওদের আক্রমণাত্মক মন্তব্য অগণতান্ত্রিক, এদেশের কোনও নাগরিকের কাছে প্রত্যাশিত নয়।

তোমরের আর্জি উড়িয়ে বিচারক আরও বলেন, অতীতে এধরনের ঘটনায় সাম্প্রদায়িক উত্তেজনা মাথাচাড়া দিয়ে দাঙ্গা ছড়িয়েছে, জীবন, সম্পদ হানি হয়েছে। ইতিহাস এর সাক্ষী। তোমর যন্তর মন্তরের সভায় একটি বিশেষ ধর্মের বিরুদ্ধে প্রচার চালাতে যুবকদের উসকানি দেওয়া, সাম্প্রদায়িক স্লোগান দেওয়ায় অভিযুক্ত। মামলায় তাঁর যোগ প্রাথমিক ভাবে তথ্যপ্রমাণে স্পষ্ট। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগগুলি মারাত্মক, সিরিয়াস, রায়ে বলেছে আদালত।

 

Leave a Reply

error: Content is protected !!