দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: করোনার জেরে বিপর্যস্ত দেশ। উত্তরপ্রদেশের গঙ্গায় হাজার হাজার লাশ ভাসছে। এদিকে করোনার বিরুদ্ধে লড়াইয়ে আমরা সফল বলে দাবি করেছেন দেশের স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। এর পরেই প্রশ্ন উঠছে তবে নদীতে ভাসা লাশগুলো কোথা থেকে এলো।
করোনা পরিস্থিতিতে দেশে দেখা দিচ্ছে অক্সিজেনের সংকট। আর সেই অক্সিজেন সংকট মেটাতে গুজরাটে ৯ টি অক্সিজেন প্ল্যান্টের উদ্বোধন করলেন অমিত শাহ। আর সেই অনুষ্ঠান মঞ্চ থেকেই করোনার বিরুদ্ধে যুদ্ধ জয়ের ঘোষণা করেন তিনি। তবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে একমত নন বিশেষজ্ঞ মহল।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের কথায়, ‘করোনার দ্বিতীয় ঢেউয়ে কার্যত বিপর্যস্ত গোটা দেশ। করোনা রোগীদের জন্য হাসপাতালে মিলছে না পর্যাপ্ত শয্যা, কোথাও দেখা যাচ্ছে অক্সিজেনের সংকট। চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরাও মারণ ভাইরাস করোনায় আক্রান্ত হচ্ছেন, সুতরাং চিকিৎসা পরিষেবা দিতে গিয়ে হিমশিম খাচ্ছে চিকিৎসকরা। করোনার টিকার আকালও রয়েছে দেশে। আর টিকা নিয়েও করোনায় আক্রান্ত হচ্ছেন অনেকেই। আবার করোনার তৃতীয় ঢেউ আসার সম্ভাবনাও রয়েছে। সেক্ষেত্রে শিশুদের আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এহেন পরিস্থিতিতে করোনার বিরুদ্ধ এখনই বলা যায় না যে যুদ্ধ জয় হয়ে গিয়েছে। সংক্রমণের গ্রাফ কমিয়ে এনে, দেসের সমস্ত নাগরিককে দ্রুত করোনার টিকা দেওয়ার কাজ সম্পন্ন করা দরকার। স্বাস্থ্য পরিকাঠামো ঢেলে সাজানো উচিত।’
যদিও অমিত শাহ জানান, ‘দেশে অক্সিজেন সংকটের ঘাটতি মেটানো সম্ভব হয়েছে। অক্সিজেনের চাহিদা ১০ হাজার টন থেকে কমে ৩৫০০ টনে নেমে এসেছে। সুতরাং বোঝাই যাচ্ছে দেশে কোভিড সংক্রমণ কমছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সুদক্ষ নেতৃত্ব ছিল বলেই করোনার দ্বিতীয় ঢেউকে সামলে দেওয়া গেছে। করোনাকে হারিয়ে দেওয়া গেছে। নরেন্দ্র মোদীর নেতৃত্বে করোনার বিরুদ্ধে লড়াইয়ে ১৩৫ কোটি দেশবাসী যোগ দিয়েছিলেন। শেষমেশ এই লড়াইয়ে করোনাকে হারিয়ে দেওয়া সম্ভব হয়েছে।’