Friday, March 14, 2025
Latest Newsফিচার নিউজরাজ্য

“যোগীজীর ওপর পুরোপুরি ভরসা আছে…ধর্ষিতার পরিবার পুরোপুরি ভাবে শাস্তি পাবে”, বিজেপি নেত্রী লকেট চ্যাটার্জী

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : “যোগীজীর ওপর পুরোপুরি ভরসা আছে…ধর্ষিতার পরিবার পুরোপুরি ভাবে শাস্তি পাবে”, হাতরসের ধর্ষণ কাণ্ড নিয়ে এমনটাই মন্তব্য করেন বিজেপি নেত্রী লকেট চ্যাটার্জী। হ্যাঁ, আপনি ঠিকই পড়ছেন এবং লকেটদেবী ঠিকই বলেছেন! কারণ, যোগী সরকারের পুলিশ যেভাবে নির্যাতিতার বাড়ি ঘিরে রেখেছে, পরিবারকে মিডিয়ার সঙ্গে যোগাযোগ করতে দিচ্ছে না, মোবাইল ছিনিয়ে নিচ্ছে, হুমকি দিচ্ছে, মারধর করছে, নির্যাতিতার দেহ পরিবারের হাত থেকে ছিনিয়ে নিয়ে ডিজেল ঢেলে গোপনে জ্বালিয়ে দিল, তাতে বোঝাই যাচ্ছে, শাস্তিটা কেবলমাত্র পরিবারের লোকেরাই পাচ্ছেন। আর সেটা হবেই না-বা কেন! মৃতা মণীষা বাল্মীকি যে দলিত। আর যারা ধর্ষণ করেছে (রাম, লবকুশ, রবি, সন্দীপ ঠাকুর), নির্যাতিতার জিভ কেটে নিয়েছে, শিরদাঁড়া ভেঙে পঙ্গু করে দিয়েছে, তারা উচ্চবর্ণের! কাজেই, শাস্তি তো নির্যাতিতার পরিবারই পাবে।

হাতরসের নৃশংস ঘটনার প্রেক্ষিতে সাংবাদিকরা বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে প্রশ্ন করলে তিনি বলেন, ‛যোগী সরকারের ওপর আমাদের ভরসা আছে, মোদিজির ওপর আমাদের ভরসা আছে। মৃতার পরিবার পুরোপুরি শাস্তি পাবে।’ একদম ঠিক, যোগী সরকার যে মৃতার পরিবারকে শাস্তি দিচ্ছেন, সে বিষয়ে কোনও সন্দেহই নেই। কারণ লকেট চট্টোপাধ্যায় মানুষ চেনেন!

 

Leave a Reply

error: Content is protected !!