দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : এনআরসি থেকে বাদ পড়া সব মানুষ একদিন সুবিচার পাবেন বলে মন্তব্য করেছেন জমিয়তে উলামায়ে হিন্দের সর্বভারতীয় সভাপতি মাওলানা আরশাদ মাদানী। দিল্লির কনস্টিটিউশন ক্লাব হল-এ ‘ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া’র এনআরসি বিষয়ক কনভেনশনে বক্তব্য রাখার সময় তিনি বলেন, ‛আলহামদুলিল্লাহ, মুসলিমদের বিরুদ্ধে ‘অনুপ্রবেশকারী’ হিসেবে যে অভিযোগ উঠেছিল, তা ভুল প্রমাণিত হয়েছে। যে পাঁচ/ছয় লাখ মুসলিমের নাম বাদ গিয়েছে, ওই সব মানুষ একদিন সুবিচার পাবেন। আমরা আল্লাহর উপরে ভরসা রাখি।’
তিনি আরও বলেন, ‛এটা আল্লাহর ইচ্ছা যে, অসমে ষাট/সত্তর লাখ মুসলিমকে এনআরসি থেকে বাদ দেওয়ার ষড়যন্ত্র সফল হয়নি। আমরা অসমে ‘ডি ভোটার’ থেকে মানুষকে মুক্ত করার যে লড়াই চালাচ্ছি, সেখানে হাজার হাজার হিন্দু আছে। আমরা তাদের জন্যও কাজ করছি।’ আরশাদ মাদানী বলেন, ‛মুসলিমরা এখানে আসেনি। এখান থেকে পৃথিবীর বিভিন্ন জায়গায় গিয়েছে। ফ্রান্স, আমেরিকায় গিয়েছে। মুসলিমরা বাইরে থেকে আসেনি।’
সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন