কলকাতা, ১৯ আগস্ট: গ্রামাঞ্চলে ঠিক মতো টিকাকরণ হলেই লোকাল ট্রেন চালু করা হবে। রাজ্যে ট্রেন চালু নিয়ে বুধবার এমনই মন্তব্য করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও গত সপ্তাহে মমতা জানিয়েছিলেন, অন্তত আগামী ৩১ অগস্ট পর্যন্ত রাজ্যে লোকাল ট্রেন বন্ধ থাকবে।
রাজ্যে ট্রেন চালু নিয়ে বুধবার মমতা বললেন, ‘‘এত দিন শহর ও আশেপাশের ঘিঞ্জি এলাকায় টিকাকরণে বেশি জোর দেওয়া হয়েছে। এ বার গ্রামে টিকাকরণের গতি বাড়ানোর দিকেই নজর দেওয়া হচ্ছে। গ্রামে ৫০ শতাংশ মানুষ প্রতিষেধক পেয়ে গেলেই আমরা লোকাল ট্রেন চালানোর অনুমতি দেব৷’’