Wednesday, February 5, 2025
Latest Newsদেশফিচার নিউজ

“এমন পোশাক পরিধান কর, যাতে তোমাদের কেউ দেখতে না পায়” – বলছে ঋগবেদ

কলকাতা, ১৫ ফেব্রুয়ারি: মাথার ওপর ছোট্ট একটা কাপড়ের টুকরো, আর পরণে রঙবেরঙের ঢিলেঢালা পোশাক, তাতেই তোলপাড় গোটা দেশ। হিজাব ইস্যু এখন সব সংবাদমাধ্যমের প্রথম সারির হেডলাইন। কিন্তু কেন এত বিতর্ক? মুসলিমদের হিজাব পরা নিয়ে আপত্তির মাঝেই আসুন জেনে নেওয়া যাক সনাতন/হিন্দু ধর্মে নারীদের পোশাক সম্পর্কে কি বলা হয়েছে। সনাতন ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ বেদের আলোকে তা উপস্থাপন করা হল।

ঋগবেদে বলা হয়েছে, “হে পুরুষ ও নারী তোমাদের দৃষ্টি সবসময় হোক ভদ্র ও অবনত। তোমাদের চলন হোক সংযত, দেহ হোক পোষাকে আবৃত, নগ্নতা হোক পরিত্যাজ্য।” (ঋগবেদ ৮/৩৩/১৯) বেদের অন্যত্র বলা হয়েছে, “যে সকল নারী দেহ রূপ দেখিয়ে অপরের সাথে বন্ধুত্ব করতে চায়, তারা হায়েনার মতো, তাদের পরিত্যাগ করো। (ঋগবেদ ১০/৯৫/১৫) পোশাকের বিধান হিসেবে একজায়গায় বলা হয়েছে, “এমন পোশাক পরিধান কর, যাতে তোমাদের কেউ দেখতে না পায়।”

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‛সরল পথ’ নামের একটি ফেসবুক পেজেও একটি পোস্টার শেয়ার করে একই কথা বলা হয়েছে। পেজটিতে সাধারণত হিন্দু ও মুসলিম ধর্মের মাঝে যে সমস্ত মিল রয়েছে তা তুলে ধরা হয়। পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার্থে উৎসাহব্যঞ্জক নানা পোস্ট করা হয়। হিন্দু ধর্মে পোশাকের বিধান সংক্রান্ত ‛সরল পথ’ পেজটির সেই পোস্টার ফেসবুকে বেশ ভাইরাল হয়েছে। অনেক ফেসবুক ব্যবহারকারী এই পোস্টার শেয়ার করেছেন।

Leave a Reply

error: Content is protected !!