দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : দুপুর ১২টায় চড়া রোদে হাঁসফাঁস অবস্থা হলেও দুপুরের পর থেকেই ক্রমশ কমছে তাপমাত্রা। আর সন্ধের পর তো বেশ ঠান্ডাই লাগছে বলে মত দক্ষিণবঙ্গবাসীর। তবে এমন পরিস্থিতিতেও বঙ্গে জাঁকিয়ে শীত পড়েছে এমনটা বলতে নারাজ হাওয়া অফিস।
আমাদের সব খবর পড়ুন এইবার মোবাইল অ্যাপে। ডাউনলোড করুন বাংলার সেরা নিউজ অ্যাপ
আলিপুর আবহাওয়া দফতরের মতে শীতের আমেজ এলেও শীত এখনও পাকাপাকি ভাবে আসেনি দক্ষিণবঙ্গে। শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছতে পারে ২৯ ডিগ্রি সেলসিয়াসের কোঠায়। তবে রাতের দিকে পারদ নামবে ১৮ ডিগ্রি সেলসিয়াসে। চলতি সপ্তাহে একধাক্কায় ২ ডিগ্রি তাপমাত্রা কমে গিয়েছিল।
সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন