Friday, March 14, 2025
Latest Newsফিচার নিউজরাজ্য

ভিন রাজ্যে আটকে পড়া বাংলার ৫০ হাজার শ্রমিককে সাহায্য পাঠিয়েছে ওয়েলফেয়ার পার্টি

ছবি : সংগৃহিত

নিজস্ব সংবাদদাতা, দৈনিক সমাচার, কলকাতা : লকডাউনের কারণে সারা দেশে যে লক্ষাধিক বাঙালি শ্রমিক আটকে পড়েছে, তাঁদের ফিরিয়ে আনার দাবি জানিয়েছে ওয়েলফেয়ার পার্টি। এক প্রেসবার্তায় পার্টির রাজ্য সাধারণ সম্পাদক সারওয়ার হাসান বলেন, ‛হঠাৎ করে লকডাউনের ফলে দেশের বিভিন্ন প্রান্তে লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক আটকে পড়েছে। তারা খুবই সমস্যার মধ্য আছে। তাঁদের তআর্তনাদ বর্ণনার মতো ভাষা আমাদের নেই।’

তিনি বলেন, ‛ওয়েলফেয়ার পার্টির পক্ষ থেকে আমরা বিভিন্ন রাজ্যে হেল্পলাইনের মাধ্যমে ইতিমধ্যে প্রায় ৫০ হাজারের মতো পরিযায়ী শ্রমিকের কাছে সাহায্য পাঠিয়েছি। আমরা প্রতিদিনই হেল্পলাইনের মাধ্যমে ডাটা সংগ্রহ করে আমাদের মাননীয়া মুখ্যমন্ত্রীর কাছে পাঠিয়েছি এবং সংশ্লিষ্ট রাজ্যের মুখ্যমন্ত্রীদের কাছেও পাঠিয়েছি, যাতে সরকারিভাবেও তাদের কাছে সাহায্য পৌঁছে যায়।’

সারওয়ার হাসান আরও বলেন, ‛যেহেতু কেন্দ্রীয় সরকার গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছে, আমরা ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে খুবই জোরালোভাবে মাননীয়া মুখ্যমন্ত্রী’র দৃষ্টি আকর্ষণ করছি। আগামী ৬-৭ দিনের মধ্যে পরিযায়ী শ্রমিকদের বাংলায় ফিরিয়ে নিয়ে আসা হোক। শুধুমাত্র পরিযায়ী শ্রমিক নয়, পর্যটক, ভিনরাজ্যে চিকিৎসার জন্য গিয়ে আটকে পড়া এবং আরও অন্যান্য ক্ষেত্রে আটকে পড়া সকলকেই ফিরিয়ে আনার দাবি জানাচ্ছি।’

 

Support Free & Independent Journalism

Leave a Reply

error: Content is protected !!