নিজস্ব সংবাদদাতা, দৈনিক সমাচার, রঘুনাথগঞ্জ : দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ছাত্রী ও সিএএ, এনপিআর ও এনআরসি বিরোধী গণআন্দোলনের অন্যতম মুখ অন্তঃসত্ত্বা সফুরা জারগার সহ একাধিক সমাজকর্মীদের মিথ্যা মামলায় গ্রেফতারি ও দীর্ঘ কারাবাসের বিরুদ্ধে ধিক্কার জানিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ ব্যক্ত করে জঙ্গীপুরে মানব বন্ধন করল ওয়েলফেয়ার পার্টি। এদিনের এই প্রতিবাদী মানব বন্ধনে উপস্থিত ছিলেন, রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য আবু তাহের আনসারী, মুর্শিদাবাদ জেলা সম্পাদক ডাঃ হাবিবুর রহমান, জেলা কমিটির সদস্য এম.এ.হান্নান ,রঘুনাথগঞ্জ ২ নং ব্লক সভাপতি মনিরুল ইসলাম, ব্লক সম্পাদক আসরাফ হোসেন সহ অন্যান্য নেতৃত্ব।