Thursday, November 21, 2024
Latest Newsফিচার নিউজরাজ্য

নাগরিকত্ব আন্দোলনে উত্তাল বাংলা, শান্তির জন্য বনধ প্রত্যাহার করল ওয়েলফেয়ার পার্টি

ছবি : সংগৃহিত

নিজস্ব সংবাদদাতা, দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : নাগরিকত্ব আন্দোলনে উত্তাল বাংলা। নয়া এই আইনের বিরোধিতায় সোমবার ১২ ঘন্টা বাংলা বনধের ডাক দিয়েছিল ওয়েলফেয়ার পার্টি পশ্চিমবঙ্গ শাখা। কিন্তু রাজ্যের বর্তমান পরিস্থিতির দিকে তাকিয়ে সেই বনধ প্রত্যাহার করেছে ওয়েলফেয়ার পার্টি। পার্টির রাজ্য সভাপতি মনসা সেন এক বিবৃতিতে জানিয়েছেন, ‛নাগরিকত্ব সংশোধিত আইন সংবিধান বিরোধী এবং বৈষম্য সৃষ্টিকারী। এর প্রতিবাদে দেশের বিভিন্ন প্রান্তে এবং সেইসঙ্গে বাংলায় যে আন্দোলন চলছে তা কোথাও কোথাও অগণতান্ত্রিকভাবে হিংসার রূপ নিয়েছে। বাস-ট্রেন পোড়ানো থেকে শুরু করে রাস্তাঘাট দোকানপাট ভাঙচুর করা হচ্ছে । আন্দোলনের গতিমুখ জাতিকে গভীর সংকটের দিকে নিয়ে যাচ্ছে।’

আমাদের সব খবর পড়ুন এইবার মোবাইল অ্যাপে। ডাউনলোড করুন বাংলার সেরা নিউজ অ্যাপ

তিনি আরও বলেন, ‛ওয়েলফেয়ার পার্টি মনে করে হিংসার পথে সমাধান আসেনা। অগণতান্ত্রিক পথে জাতি চলতে পারেনা। আন্দোলনের অভিমুখ সুপরিকল্পিতভাবে অগণতান্ত্রিক কায়দায় আইন এর স্বপক্ষে নিয়ে যাওয়া হচ্ছে। জনগণের দাবিকে নস্যাৎ করার একটা অপচেষ্টা চালানো হচ্ছে। এই আন্দোলনে আন্দোলন বিরোধীদের অনুপ্রবেশ আমজনতাকে ভিন্ন পথে চালিত করছে। এই পরিস্থিতিতে পার্টি উদ্বিগ্ন।’

তিনি জানান, ‛এমতাবস্তায় ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া পশ্চিমবঙ্গ শাখা এই জনবিরোধী আইনের প্রতিবাদে আগামী ১৬ই ডিসেম্বর সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বাংলা বনধের ডাক দিয়েছিল তা স্থগিত করা হল। জনগণের প্রতি দায়বদ্ধতা, রাজনৈতিক মূল্যবোধের কথা সামনে রেখে এবং হিংসাকে অনুৎসাহিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হল। আমরা জনগণের পাশে আছি এবং থাকব। গণতান্ত্রিকভাবে এই আন্দোলনকে এগিয়ে নিয়ে যাব।’ পরবর্তী নাগরিকত্ব সংশোধিত আইন বিরোধী কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান তিনি।

 

সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন

Leave a Reply

error: Content is protected !!