দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : করিমপুরের বিজেপি প্রার্থী জয়প্রকাশ মজুমদারকে লাথি মেরে ঝোপে ফেলল দুষ্কৃতীরা। সকালে নদিয়ার করিমপুর আসনে বিধানসভা উপনির্বাচনের ভোট গ্রহণ শুরু হওয়ার পর থেকেই সেখানে বিক্ষিপ্ত সংঘর্ষ বাধে। বিভিন্ন এলাকায় তুমুল মারামারি হয় বলেও খবর। পিপুলখোলা এলাকায় বিজেপি প্রার্থী জয়প্রকাশ মজুমদারকে রাস্তায় ফেলে মারধর করা হয়। এমনকি একটি ঝোপে তাঁকে লাথি মেরও ফেলে দিতেও দেখা গেছে টিভি ক্যামেরায়।
আমাদের সব খবর পড়ুন এইবার মোবাইল অ্যাপে। ডাউনলোড করুন বাংলার সেরা নিউজ অ্যাপ
এ ব্যাপারে তৃণমূল কংগ্রেসের দিকে অভিযোগের আঙুল তুলেছেন বিজেপি প্রার্থী। এই ঘটনায় নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করে বিজেপি। যদিও বিজেপি প্রার্থীকে তৃণমূলের বাধা দেওয়ার অভিযোগকে স্রেফ নাটক বলে অভিযোগ করেছেন তৃণমূল প্রার্থী বিমলেন্দু সিংহরায়। এদিকে তাঁকে নিগ্রহের রিপোর্ট চেয়ে পাঠিয়েছে কমিশন। এদিন সাহেবপাড়ায় বিজেপিপ্রার্থীকে কালো পতাকা দেখায় তৃণমূল কংগ্রেস। তাদের স্লোগান দিতে শোনা যায় যে ‘এখানে সাম্প্রদায়িক শক্তির কোনও স্থান নেই।’
সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন