Friday, March 14, 2025
Latest Newsরাজ্য

গুটকা এবং তামাকজাত পানমশলা বিক্রির ওপর নিষেধাজ্ঞা বাড়াল সরকার

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : গুটকা এবং তামাকজাত পানমশলা ঘরে ঘরে ছড়িয়ে পড়েছে। এই নেশার দ্রব্যটি জনগণের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। তাই গুটকা এবং তামাকজাত পানমশলা বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি করল সরকার।

৭ নভেম্বর থেকে আগামী এক বছরের জন্য রাজ্যে গুটকা এবং তামাকজাত পানমশলা মজুদ এবং বিক্রি বন্ধের নির্দেশ দিয়েছে রাজ্যের স্বাস্থ্য দফতর। ২৫ অক্টোবর এই নিয়ে নোটিস জারি করেছেন রাজ্যের খাদ্য সুরক্ষা কমিশনার তপনকান্তি রুদ্র।

স্বাস্থ্য দফতর জানিয়েছে, যে কোনও পন‍্য যাতে নিকোটিন আছে, তা তৈরি করা, মজুদ করা বা বিক্রি করা আইনত দন্ডনীয় করা হল। যদিও এই নির্দেশিকায় সিগারেটের কোনও উল্লেখ নেই। কয়েকবছর আগে গুটকা এবং চিউইং টোবাকো কেনা-বেচার ওপর প্রথমে নিষেধাজ্ঞা জারি করেন খাদ্য সুরক্ষা কমিশনার।

Leave a Reply

error: Content is protected !!