Friday, March 14, 2025
Latest Newsদেশফিচার নিউজ

কাশ্মীরিদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট বাতিল! কাশ্মীরে কি ‛ইসরায়েলি মডেল’ চাপাতে চায় মোদী সরকার?

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : কাশ্মীরে ইন্টারনেট পরিসেবা বন্ধ থাকার ফলে কাশ্মীরিদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট বাতিল হয়ে যেতে চলছে। দীর্ঘদিন নিষ্ক্রিয় থাকার কারণেই কাশ্মীরের হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের অ্যাকাউন্ট বাতিল করে দেওয়া হচ্ছে।

গত আগস্টে ৩৭০ ধারা বাতিল হওয়ার পর থেকে গত চার মাস ধরে সেখানকার মানুষ ইন্টারনেট ব্যবহার করতে পারছে না। এ কারণে হোয়াটসঅ্যাপ ব্যবহার না করতে পারায় হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ তাদের অ্যাকাউন্ট বন্ধ করে দিচ্ছে।

আমাদের সব খবর পড়ুন এইবার মোবাইল অ্যাপে। ডাউনলোড করুন বাংলার সেরা নিউজ অ্যাপ

হোয়াটসঅ্যাপের একজন মুখপাত্র বলেন, ‛নিরাপত্তার খাতিরে কোনও অ্যাকাউন্ট ১২০ দিন নিষ্ক্রিয় থাকলে সেগুলোর মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়। এই ঘটনা যখন ঘটে, ঐ অ্যাকাউন্টগুলো আপনা থেকেই সব গ্রুপ থেকে বের হয়ে যায়। ইন্টারনেট সংযোগ পাওয়ার পর আবার নতুন করে হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগ দিতে হবে তাদের।’

উল্লেখ্য, বিশ্বের সবচেয়ে বেশি সংখ্যক হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী ভারতে। দেশজুড়ে এই অ্যাপটি ব্যবহারকারীর সংখ্যা ৪০ কোটি। এদিকে কাশ্মীরে ইন্টারনেট বন্ধ করার সিদ্ধান্তকে সমর্থন করে পররাষ্ট্রমন্ত্রী সুব্রহ্মণম জয়শঙ্কর বলেছেন, সামাজিক মাধ্যম ও ইন্টারনেট ব্যবহার করে সেখানকার মানুষের মধ্যে বিচ্ছিন্নতাবাদী মনোভাব তৈরি করা হচ্ছে।

 

সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন

Leave a Reply

error: Content is protected !!