দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : হাথরস গণধর্ষণ কাণ্ডের জেরে চাপা পড়ে গিয়েছিল কৃষি বিলের কথা। সেই হাথরসের নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করেই ফের কৃষক বিল নিয়ে সোচ্চার হলেন রাহুল গান্ধী। পঞ্জাবে তিন দিনের ট্রাক্টর র্যালির সূচনা করে আশ্বাস দিলেন, ক্ষমতায় এলে মোদী সরকারের কৃষি সংক্রান্ত তিনটি ‘কালা কানুন’ বাতিল করবেন।
পঞ্জাবে রবিবার থেকে ‘ক্ষেতি বাঁচাও যাত্রা’ নামে তিন দিনের ট্রাক্টর র্যালি শুরু হচ্ছে। সেই কর্মসূচির সূচনা করে ফের তিনটি কৃষি বিলের বিরুদ্ধে দলের প্রতিবাদ-বিক্ষোভকে সামনে নিয়ে এলেন রাহুল। এ দিন রাহুল বলেন, ‘‘আমি গ্যারান্টি দিয়ে বলছি, যখনই কংগ্রেস সরকার ক্ষমতায় আসবে, এই কালা কানুন বাতিল করব।’’
























