Thursday, March 13, 2025
Latest Newsদেশফিচার নিউজ

কোথায় মানবিকতা! যোগীরাজ্যে ব্যস্ত রাস্তায় পিটিয়ে খুন যুবককে, দাঁড়িয়ে দেখল জনতা

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: যোগীরাজ্যে ব্যস্ত রাস্তায় পিটিয়ে খুন করা হল এক যুবককে। কিন্তু দাঁড়িয়ে দেখল জনতা। তাকে বাঁচাতে কেউ এগিয়ে আসেনি। যার পর প্রশ্ন উঠছে কোথায় মানবিকতা! ‘মানবিকতা’ শব্দটা যে অভিধানের মধ্যেই লুকিয়ে পড়েছে। সোমবার সকালে সেখানে এক যুবককে বড় রাস্তার উপরে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল দু’জনের বিরুদ্ধে। আশ্চর্যের বিষয়, চোখের সামনে এক যুবককে মৃত্যুর কোলে ঢলে পড়তে দেখেও এগিয়ে এলেন না একজনও! ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের গাজিয়াবাদে।

জানা গেছে নিহত ওই যুবকের নাম অজয়। তাঁকে খুন করার পর পালিয়ে যায় দুই অভিযুক্ত গোবিন্দ ও অমিত। কিন্তু কেন খুন হতে হল অজয়কে? নিহতের ভাই সঞ্জয়ের দাবি, তাঁর ও গোবিন্দর মধ্যে একটি ফুলের দোকান করা নিয়ে গণ্ডগোল শুরু হয়েছিল। ক্রমে বিষয়টা এমন জায়গায় গড়িয়ে যায়। শেষ পর্যন্ত অজয়কে খুন করে গোবিন্দ। ঘটনায় কাঠগড়ায় পুলিশের ভূমিকাও। সঞ্জয় জানাচ্ছেন, কয়েকদিন আগেই তিনি পুলিশের দ্বারস্থ হন। অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগও দায়ের করেন। কিন্তু নড়েচড়ে বসেনি পুলিশ। কেন পুলিশ এমন নিস্পৃহতা দেখাল তা নিয়ে প্রশ্ন উঠছে। খুনের পরে অবশ্য পুলিশ দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে। তদন্ত শুরু হয়েছে।

 

Leave a Reply

error: Content is protected !!