দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: বিরোধীদের তীব্র আপত্তি থাকা সত্ত্বেও রবিবার রাজ্যসভায় পাশ হয় জোড়া কৃষিবিল। বিরোধীদের অভিযোগ, এই বিল গণতন্ত্রের বিরোধী। বিলের প্রতিবাদে সোমবার সন্ধেবেলা মৌন মিছিল করে রাষ্ট্রপতি ভবনের দিকে যাচ্ছিলেন পাঞ্জাবের সাংসদরা। তাঁদের হেনস্থা করল দিল্লি পুলিশ। এমনকি সাংসদদের মারধরের অভিযোগ দিল্লি পুলিশের বিরুদ্ধে। ব্যাটন দিয়ে সাংসদের পায়েও মারে পুলিশ। জানিয়েছেন এক প্রত্যক্ষদর্শী।যদিও পুলিশের দাবি, নির্ধারিত সময়ের আগেই সন্ধেবেলা আচমকা সংসদ ছেড়েছিলেন প্রধানমন্ত্রী মোদি। তাঁর যাওয়ার জন্য পথ করে দিতেই সরানো হয়েছে সাংসদদের।
পুলিশের তরফে জানানো হয়েছে, প্রধানমন্ত্রীর যাওয়ার জন্য পথ খালি করার নির্দেশ দেওয়া হয়েছিল তাদের। তাছাড়া সাংসদরা আগাম কোনও অনুমতিও নেননি মিছিলের। সাংসদদের সঙ্গে এই ব্যবহারের তীব্র নিন্দা করেছেন বিরোধীরা।