Friday, November 22, 2024
Latest Newsদেশফিচার নিউজ

দেশের ভ্যাকসিন কোথায় উধাও, ক্যাগ রিপোর্টের দাবি জানালেন চিদম্বরম

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: দেশের টিকাকরন প্রক্রিয়া নিয়ে বারবার প্রশ্ন তুলেছে বিরোধী তথা কংগ্রেস। এবার ভ্যাকসিন নিয়ে ক্যাগ রিপোর্টের দাবি জানালেন কংগ্রেস নেতা তথা প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম। তাঁর দাবি ‘মিসিং ভ্যাকসিন’ নিয়ে জনতা রাস্তায় নামার আগেই হোক তদন্ত। অর্থাৎ তাঁর প্রশ্ন, দেশের ভ্যাকসিন কোথায় যাচ্ছে? অন্য একটি ফেসবুক পোস্টে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী দাবি করেছেন, দেশ জুড়ে অক্সিজেনের যে অভাব দেখা গিয়েছে, তা আদতে নরেন্দ্র মোদীর পরিকল্পনার অভাবের ফল।

২০২০-তে অক্সিজেন রফতানি একধাক্কায় ৭০০ শতাংশ বেড়ে যাওয়াতেই এই পরিস্থিতি তৈরি হয় বলে তাঁর দাবি। চিদম্বরম টুইটে লিখেছেন, ‘ভ্যাকসিন উধাও হয়ে যাওয়ার রহস্য বাড়ছে প্রত্যেক দিন। আমরা জানতে চাই ভারতে এখনও পর্যন্ত কত ভ্যাকসিন উৎপাদন করা সম্ভব হয়েছে। এরপর আমরা জানতে চাইব কবে, কাকে সেই ভ্যাকসিন দেওয়া হল। সরকারের কৌশল নিয়ে সরব হয়েছেন রাহুল গান্ধীও। শুক্রবার এক ভার্চুয়াল সাংবাদিক বৈঠক করেন তিনি।

সেখানে বলেন, ‘লকডাউন সাধারণ মানুষকে করোনা ভাইরাস থেকে দূর রাখছে ঠিকই, তবে লকডাউন সামাজিক দূরত্ব বা মাস্ক পরে সাময়িকভাবে সংক্রমণ আটকানো সম্ভব। কিন্তু দেশ থেকে করোনা ভাইরাস সমূলে বিনাশ করতে সব মানুষকে টিকা দেওয়া প্রয়োইন। মোদী সরকারকে তাঁর বার্তা,’দেশে ভ্যাকসিন দেওয়ার কৌশল ঠিক করুন। ভাইরাসের মিউট্যান্টকে আর বাড়তে দেবেন না। যদি কৌশল ঠিক না করেন, তাহলে তৃতীয়, চতুর্থ এরকম আরও অনেক ওয়েভ আসবে।’

এ দিকে কংগ্রেসকে জবাব দিয়ে কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর জানিয়েছেন, ‘রাহুলজির যদি এতোই চিন্তা, তাহলে উনি কংগ্রেস শাসিত রাজ্যগুলোর দিকে মন দিন। ওই সব রাজ্যে টিকাকরন সঠিক প্রক্রিয়ায় হচ্ছে না।’ চলতি বছরের শেষে সব ভারতীয় টিকাপ্রাপ্ত হবেন বলেও ঘোষণা করেছেন তিনি।

Leave a Reply

error: Content is protected !!