দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: বিহারের আরারিয়া জেলায় ৩০ বছর বয়সি মুহাম্মদ ইসমাইলকে লিঞ্চ করে খুন করা হয়েছে শনিবার ও রবিবারের মধ্যবর্তী রাতে। ইসমাইলের বাড়ি বলওয়াই গ্রামে। বাড়িতে তার স্ত্রী , তিন সন্তান ও ৭০ বছরের বৃদ্ধ বাবা শােয়েব আছেন।
এই ন্যক্কারজনক ঘটনার পর পুলিশের দাবি , একটি বাড়িতে ঢুকে চুরি করতে গিয়ে ধরা পড়ে ইসমাইল । তারপর তাকে নৃশংসভাবে মারধর করা হয় এবং তাতেই মৃত্যু হয় তার । জোকিহাট থানার এসএইচও বিকাশ কুমারের বক্তব্য , দু’জন ছিল। একজন পালিয়ে যায় , কিন্তু ইসমাইল ধরা পড়ে। পুলিশের এই দাবিকে নস্যাৎ করে দিয়েছে ইসমাইলের পরিবার।
তারা বলেন , ইসমাইল ইলেক্ট্রিকের কাজ করত। ল্যামপােস্টে উঠে সে ইলেক্ট্রিক তার ঠিক করছিল । তখন দুই বাইকারােহী এসে তাকে তাদের গ্রামে যেতে বলে।
ইসমাইলের কাকা মইন আহমদ জানান , তারা বলে যে , ইলেক্ট্রিকের মেরামতির কিছু কাজ আছে । তিনি আরও বলেন , বাইকারােহীরা চাকাই গ্রামের যাদব সম্প্রদায়ের লােক । এরপর মইন যােগ করেন, একদল লোক মিলে ইসমাইলকে হত্যা করেছে । ‘ এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযােগে রূপেশ যাদব নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে মামলাও দায়ের করা হয়েছে । এ দিকে , মিডিয়া রিপাের্ট মােতাবেক , এই লিঞ্চিংয়ের ঘটনায় আরও এক অভিযুক্ত দোমার যাদব আগেও এই ধরনের দুষ্কর্মে যুক্ত ছিল ।