দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: ভ্যাকসিন নিয়েও করোনায় আক্রান্ত ১১ স্বাস্থ্যকর্মী! আর এতেই প্রশ্ন উঠছে টিকার কার্যকারিতা। অনেকেই আবার টিকা নিয়েও তবে নিরাপদ কোথায়? ঘটনাটি ঘটেছে বিজেপি শাসিত ত্রিপুরার মেডিক্যাল কলেজ হাসপাতালে। জানা গেছে, টিকাকরণ চলাকালীনই সেখানে করোনা আক্রান্ত হয়েছেন ২৬ জন স্বাস্থ্যকর্মী। তার মধ্যে ১১ জন ইতিমধ্যেই করোনা টিকার প্রথম ডোজ নিয়েছেন। খবর প্রকাশ্যে আসতেই উদ্বেগে সে রাজ্যের স্বাস্থ্যকর্মীরা।
ত্রিপুরা মেডিক্যাল কলেজ হাসপাতালের মিশন ডিরক্টর ডা: সিদ্ধার্থ জয়সওয়াল বলেন, ‘শুক্রবার আমাদের ২৬ জন স্বাস্থ্যকর্মীর করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। তাঁদের সকলেরই অ্যান্টিজেন টেস্ট হয়েছিল। তাই নিশ্চিত হতে নমুনাগুলি ফের RT-PCR টেস্টের জন্য পাঠানো হয়েছে।’ জানা গিয়েছে, আক্রান্ত স্বাস্থ্যকর্মীরা সপ্তাহখানেক আগেই কোভিশিল্ড ভ্যাকসিন নিয়েছিলেন।