Monday, February 24, 2025
Latest Newsফিচার নিউজরাজ্য

যেখানেই বোতাম টিপছে ভোট পড়ছে বিজেপিতে, দ্বিতীয় দফাতেও ইভিএম কারচুপির অভিযোগ তৃণমূলের

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: প্রথম দফার পর এবার দ্বিতীয় দফার ভোটেও ইভিএম কারচুপির অভিযোগ। তৃণমূলের অভিযোগ, চণ্ডীপুর বিধানসভার চৌখালির ১৩১ নং বুথে ইভিএমে কারচুপি হয়েছে। তৃণমূলে ভোট দিলে সেই ভোট যাচ্ছে বিজেপিতে। এমনকি, অন্য যে কোনও প্রার্থীকে ভোট দিলে সেই ভোট বিজেপিতে যাচ্ছে বলে অভিযোগ করা হয়েছে তৃণমূলের তরফে। এছাড়াও হলদিয়া বিধানসভার একাধিক বুথে ইভিএম কারচুপির অভিযোগ তুলেছে তৃণমূল। বড়জোড়া বিধানসভার ৯৫, ৯৫এ, ৯৬ নং বুথেও এক অভিযোগ সামনে এসেছে। সমস্ত অভিযোগ ইতিমধ্যেই জানানো হয়েছে নির্বাচন কমিশনকে।

নিজের কেন্দ্রে ভোট দেওয়ার পর সবংয়ের তৃণমূল কংগ্রেস প্রার্থী মানস ভুঁইয়া এই বিষয়ে জানান, ‘‌৫-৬টি জায়গায় মেশিন খারাপ। কী মেশিন দিচ্ছে, জানি না। সুইচ টেপার পর ভিভিপ্যাটে কাগজ বেরোতে সময় লাগছে। বারবার মেশিন বদলেও ঠিক হচ্ছে না।’‌

পূর্ব মেদিনীপুরের প্রায় ৫৬টি, পশ্চিম মেদিনীপুরে ৪৩টি, দক্ষিণ ২৪ পরগণায় ৪৫টি ইভিএম বিকল হয়েছে বলে খবর। সব মিলিয়ে প্রায় ১৫০ টি ইভিএম খারাপ অবস্থায় রয়েছে বলে অভিযোগ সামনে এসেছে।

 

Leave a Reply

error: Content is protected !!