Thursday, November 21, 2024
Latest Newsদেশফিচার নিউজ

বিজেপি নেতা গৌতম গম্ভীরের বিরুদ্ধে সাফাই কর্মীকে প্রার্থী করলেন কেজরিওয়াল

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : লোকসভা নির্বাচনের জন্য দিল্লি ও হরিয়ানায় প্রার্থী তালিকা প্রকাশ করল আম আদমি পার্টি। পার্টির প্রধান তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল তালিকা ঘোষণা করেন। কংগ্রেসের সঙ্গে জোট গড়ে দিল্লির সাতটা লোকসভার মধ্যে ৪টি-তে লড়বে আপ। হরিয়ানায় ১০টি লোকসভা আসনের-র মধ্যে কেজরির দল প্রার্থী দিয়েছে একটিতে। এদিন দুই রাজ্য মিলিয়ে পাঁচটি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেন কেজরিওয়াল।

কেজরিওয়াল নয়া দিল্লি, পূর্ব দিল্লি, পশ্চিম দিল্লি ও দক্ষিণ দিল্লির প্রার্থী ঘোষণা করেছেন। নয়া দিল্লিতে বিজেপির সম্ভাব্য প্রার্থী মীনাক্ষি লেখি। এই আসনে সোমনাথ ভারতীকে প্রার্থী করেছে আপ। পশ্চিম দিল্লিতে বিজেপির সম্ভাব্য প্রার্থী পরবেশ ভর্মা। এখানে মহাবল মিশ্রর নাম প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন কেজরিওয়াল। দক্ষিণ দিল্লিতে আপের প্রার্থী হয়েছেন সাহিরাম পেহলওয়ান। এখানে নাম ঘোষণা না হলেও রমেশ বিদুরি বিজেপির প্রার্থী হবেন তা প্রায় একপ্রকার নিশ্চিত।

সর্বশেষ পূর্ব দিল্লি লোকসভা আসনে বিজেপির সম্ভাব্য প্রার্থী গৌতম গম্ভীরের বিরুদ্ধে একজন সাফাই কর্মীকে ভোটে দাঁড় করাচ্ছে আপ। কুলদীপ কুমার নামের ওই সাফাই কর্মীর নাম ঘোষণা করে বড় চাল চেলেছেন কেজরি। কংগ্রেসের প্রাক্তন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষীতের গড়ে এবার কংগ্রেস প্রার্থী দিচ্ছেনা। গত লোকসভা ভোটে প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীর প্রায় ৪ লক্ষ ভোটে জিতেছিলেন কংগ্রেসের অমরিন্দর সিং লাবলির বিরুদ্ধে। তবে তৃতীয় স্থানে থাকা আপ পেয়েছিল ২ লক্ষ ভোট। তার মানে আপ-কংগ্রেস ভোট এক হলেও গৌতম গম্ভীর এবারও জিতবেন। তবে ব্যাপারটা তেমন সহজ হবে না। কারণ গৌতম গম্ভীরের বিরুদ্ধে প্রতিষ্ঠান বিরোধী হাওয়া থাকছে।

Leave a Reply

error: Content is protected !!