দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: ‘হিমাচলের এই ছোকড়া কে?’, নেহরু-গান্ধী পরিবারকে খোঁচা দেওয়ায় কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরকে এভাবেই আক্রমণ শানালেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী।
লোকসভায় পিএমকেয়ার্স তহবিল নিয়ে ক্ষোভ প্রকাশ করেন কংগ্রেস সাংসদ শশী থারুর, অধীর রঞ্জন চৌধুরি, মণীশ তিওয়ারিরা। তার পরেই পিএম কেয়ার্স ফান্ডের পক্ষে বলতে ওঠেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। বলেন, ‘হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট, সমস্ত আদালত পিএম কেয়ার্সকে বৈধতা দিয়েছে। ছোট শিশুরা নিজেদের ভাণ্ডার থেকে টাকা নিয়ে দান করেছে এই তহবিলে। নেহরু একটি তহবিল তৈরি করেছিল, যা নথিভুক্তই হয়নি। আপনারা (কংগ্রেস) শুধু গান্ধী পরিবারের লাভের জন্যই তহবিল তৈরি করেছেন। আপনারা সোনিয়া গান্ধীকে এই চেয়ারম্যান করেছে। এর তদন্ত হওয়া উচিত।’
তার পরেই তীব্র প্রতিক্রিয়া জানায় কংগ্রেস। সাংসদ অধীর বলেন, ‘হিমাচলের এই ছোকড়া কে? নেহরু এই তর্কে কীভাবে এলেন? আমরা কি নরেন্দ্র মোদির নাম নিয়েছি? এই দু’ রত্তির ছোকড়া..’ এর পর কংগ্রেস দাবি করে, অনুরাগকে ক্ষমা চাইতে হবে। লোকসভা থেকে বেরিয়ে যায় তাঁরা।