দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : বিহার বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই মুখ্যমন্ত্রীর আসন নিয়ে জোর জল্পনা চলছে। এরমধ্যেই মুখ্যমন্ত্রী নীতীশ কুমার রাজ্যপাল ফাগু চৌহানের কাছে ইস্তফাপত্র পাঠিয়ে দিয়ে বিধানসভা ভেঙ্গে দেওয়ার আবেদন জানান। রাজ্যপাল ইস্তফাপত্র স্বীকার করে নির্দেশ দেন যতদিন না নতুন সরকার গঠন হচ্ছে ততদিন নীতীশকুমারই কার্যনির্বাহী মুখ্যমন্ত্রী থাকবেন।
এনডিএর বৈঠক ১৫ নভেম্বর পাটনায় হবে। এই বৈঠকের দিকে তাকিয়েই রাজ্য তথা দেশ। তবে সুত্রের খবর কম আসন থাকা সত্ত্বেও বিহারে এনডিএ নেতা হিসেবে নীতীশ কুমারই সপ্তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন। এর আগে শুক্রবার এনডিএর বৈঠক হয়। বৈঠকের পর নীতিশ কুমার জানান, ‛১৫ নভেম্বর, রবিবার ১২.৩০ নাগাদ এনডিএ বিধায়কদের নিয়ে বৈঠক হবে,ওই বৈঠকেই সমস্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’ বিহারে এনডিএ, বিজেপি, জেডিইউ, এইএএম এবং ভিআইপি চারটি পার্টির জোট।