দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : আমফানের ঝাপটা শুরু হতেই দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বিভিন্ন জায়গায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। ফলে বিকেল থেকেই লোডশেডিং কলকাতা-সহ শহরতলির অধিকাংশ এলাকায়।
এদিন দুপুরেই নবান্নের কন্ট্রোল রুমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন, যেখানে যেখানে ঝড়ের প্রভাব তীব্র হতে পারে সেখানে সেখানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিতে। তার আগেই অনেক জায়গায় কারেন্ট চলে গিয়েছিল।
মুখ্যমন্ত্রীর ওই নির্দেশের পর কলকাতা, হাওড়া, হুগলি, দুই চব্বিশ পরগনা, দুই মেদিনীপুর, নদিয়ার শহর ও গ্রামাঞ্চল বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। রাজ্য বিদ্যুৎ পর্ষদের এলাকাতো বটেই, সিইএসসি এলাকাতেও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে।