নিজস্ব সংবাদদাতা, দৈনিক সমাচার, কলকাতা : লকডাউন চলাকালীন রাজ্যে পুলিশি বর্বরতা নিয়ে প্রশ্ন তুললেন ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া পশ্চিমবঙ্গ শাখার জেনারেল সেক্রেটারি সারওয়ার হাসান। একটি ভিডিও বার্তায় তিনি বলেন, ‛লকডাউনের পর থেকে সাধারণ মানুষের উপর পুলিশের অত্যাচার ভীষণভাবে বেড়ে গিয়েছে। রাস্তায় বেরোলে সাধারণ মানুষকে যেভাবে মারা হচ্ছে, মনে হচ্ছে যেন কোনও পূর্ব শত্রুতা মেটানো হচ্ছে বা রাগ মেটানোর চেষ্টা করা হচ্ছে। পুলিশের এই ভূমিকা ভীষণভাবে নিন্দনীয়। পুলিশকে মানবিকভাবে ভাবা উচিৎ, কারণ প্রত্যেকটি মানুষ আজ সচেতন। তাঁরা কেউ প্রয়োজন ছাড়া ইচ্ছাকৃত বাইরে বেরোতে চায় না। তাদের সেই প্রয়োজনের দিকটা সামনে রাখা উচিৎ। মুখ্যমন্ত্রী এব্যাপারে দ্রুত কোনো পদক্ষেপ গ্রহণ করুক।’
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছেন তা নিয়েও প্রশ্ন তোলেন সারওয়ার হাসান। তিনি বলেন, ‛গতকাল আমাদের দেশের প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। তিনি আগামী ১৪ এপ্রিল পর্যন্ত সারা ভারতবর্ষ লকডাউন ঘোষণা করেছেন। ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া মনে করে, তিনি জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছেন, তা অসম্পূর্ণ এবং অপরিপক্ক। কারণ একদিকে করোনা ভাইরাসের করাল গ্রাস থেকে মানুষকে বাঁচানোর জন্য যেমন লকডাউনের প্রয়োজন, তেমনি কোটি কোটি দিন আনা দিন খাওয়া, দরিদ্র্য, পিছিয়ে পড়া মানুষের জীবন এতদিন লকডাউনের জন্য অনেক বড় সমস্যার সম্মুখীন হওয়ার সম্ভাবনা দেখা দেবে। সেইসমস্ত মানুষদের কী হবে এব্যাপারে কিন্তু কোনওরকম মন্তব্য বা সিদ্ধান্ত আমরা পাইনি। সেজন্য আমরা ওয়েলফেয়ার পার্টির পক্ষ থেকে সরকারের কাছে জোরালোভাবে এই দাবী জানাতে চাই, যে এই লকডাউনের ফলে যেন কোনও গরীব মানুষ না খেতে পেয়ে মারা না যায়, সেব্যাপারে সরকার দ্রুত কোনো পদক্ষেপ গ্রহণ করুক।’
আমারও একটাই প্রশ্ন..
পুলিশ এর মুখে কথা নেই
ওরা চুরি ডাকাতি করা আসামি নাকি
না খুনের আসামি..?