দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: ‘দলিতদের প্রতি যদি এতো মায়া তবে হাথরসে গেলেন না কেন?’ অমিত শাহের দলিতদের বাড়িতে খাওয়া ও রাজনীতি নিয়ে প্রশ্ন কংগ্রেস নেতা অধীর চৌধুরীর।
এদিন ধর্মতলার এক অনুষ্ঠান থেকে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর খোঁচা, ‘যারা সোনার ভারতবর্ষ করবে বলেছিল, তারা সোনার ভারতবর্ষকে আজ সাম্প্রদায়িক ভারতে রূপান্তরিত করেছে। আপনি বলছেন দলিতদের বাড়িতে খাবেন, দলিতদের সঙ্গে সম্পর্ক তৈরি করবেন। তবে আপনি হাথরসে গেলেন না, এখানে কেন এসেছেন?
অপরদিকে সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র বলেছেন, ‘ওদের টার্গেট করছে মানুষ। মানুষই ওদের লক্ষ্যভেদ করবে।’