দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: দিল্লিকে এত ঘৃণা করেন কেন? দুয়ারে রেশন প্রকল্প বাতিলে মোদী-শাহ প্রশ্ন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিবালের। এক দু’দিনের মধ্যে দুয়ারে রেশন প্রকল্প চালু হওয়ার কথা ছিল রাজধানীতে। কিন্তু কেন্দ্রের গাফিলতিতে তা আটকে গেছে বলে অভিযোগ কেজরিবালের। শনিবার টুইটারে কটাক্ষ করে তিনি লেখেন, ‘প্রিয় বিজেপি, আমি আবারও আপনাদের প্রশ্ন করছি। দিল্লিকে এত ঘৃণা করেন কেন?’
এরপর সরাসরি মোদিকে আক্রমণ করে প্রশ্ন করেছেন, ‘প্রধানমন্ত্রী, রেশন মাফিয়াদের সঙ্গে আপনার কীসের যোগসূত্র যে আপনি কেজরিবাল সরকারের ঘর ঘর রেশন প্রকল্প বন্ধ করে দিলেন?’
এই প্রকল্পের ফলে ৭২ লক্ষ পরিবার দুয়ারে রেশোনের সুবিধা পেত। মাথাপিছু দেওয়া হত ৪ কেজি গম, ১ কেজি চাল এবং চিনি। এই প্রকল্পের নাম বদলানো হয়েছিল কেন্দ্রের নির্দেশেই। চালু হওয়ার কথা ছিল ২৫ মার্চ থেকে। কিন্তু কয়েকটি বিষয়ে আপত্তি তোলে কেন্দ্র। সেখান থেকেই সমস্যার সূত্রপাত।