দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: বিজেপির প্রার্থী ঘোষণার পর রাজ্যজুড়ে বিক্ষোভ অব্যাহত। একের পর এক জেলার বিক্ষোভ। এমনকি বিজেপি অফিসও ভাঙচুর করে বিজেপি কর্মীরা। এবার তার জেরে রাজ্য বিজেপি নেতাদের দিল্লিতে ডাকলেন প্রাক্তন বিজেপি সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
জানা গেছে রাতেই কৈলাস, দিলীপ, মুকুল, অরবিন্দ মেনন, শিবপ্রকাশকে তলব। কেন প্রার্থী নিয়ে এত বিক্ষোভ? জানতে চান বিজেপির প্রাক্তন সভাপতি অমিত শাহ। এমনই খবর সূত্রের।
বিজেপি সূত্রে আরও খবর দিলীপ, মুকুল রায়কে প্রার্থী করা নিয়ে চিন্তাভাবনা চলছে। প্রার্থী নিয়ে রাতভর রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
প্রার্থী তালিকা প্রকাশের পর জেলায় জেলায় বিজেপি কর্মীদের বিক্ষোভ ছড়িয়েছে। হেস্টিংসে দলের নির্বাচনী অফিসের সামনেও তুলকালাম পরিস্থিতি দেখা দেয়। সব মিলিয়ে ভোটের মুখে অস্বস্তিতে রাজ্য বিজেপি নেতৃত্ব। এই পরিস্থিতিতে গতকাল গুয়াহাটি গিয়েও ফের কলকাতায় ফেরেন অমিত শাহ। শহরের একটি হোটেলে দিলীপ ঘোষ-সহ রাজ্য নেতৃত্বের বৈঠক গড়াল ভোররাত পর্যন্ত। সূত্রের খবর, আজও সাংগঠনিক বৈঠক করেছেন অমিত শাহ।