Friday, March 14, 2025
Latest Newsআন্তর্জাতিকফিচার নিউজ

ভারতীয় মিডিয়া এত নেগেটিভ কেন? রাজনাথের কাছে নালিশ ঠুকলেন চিনের প্রতিরক্ষামন্ত্রী

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : মস্কোতে ভারত-চিন প্রতিরক্ষামন্ত্রীদের বৈঠক থেকে সমাধানসূত্র বের করা চেষ্টা হয়েছে। লাদাখ অচলাবস্থা নিয়ে দুই দেশই শান্তির পথে যাওয়ার কথা বলছে।

বৈঠক চলাকালীন একসময় ভারতীয় মিডিয়া নিয়ে অভিযোগ করেন চিনের প্রতিরক্ষামন্ত্রী। চিনের প্রতিরক্ষামন্ত্রী জেনারেল ওয়েই ফেংগে বলেন যে, ভারতীয় মিডিয়া এত নেতিবাচক কেন। চিনা নেতা বলেন যে ভারত যেমন আর ১৯৬২ তে পড়ে নেই, তেমন চিনা সেনাও ওই যুগে আর নেই।

যদিও তাঁর কিছু করার নেই বলে কথা ঘুরিয়ে দেন রাজনাথ সিং। রাজনাথ তাঁকে বলেন যে, ভারত গণতান্ত্রিক দেশ যেখানে গণমাধ্যমের ওপর কোনও লাগাম পরানো হয়না। এই কারণে এই বিষয়ে তিনি কিছু করতে অপারগ বলে জানান রাজনাথ সিং।

 

 

Leave a Reply

error: Content is protected !!